২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়া জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বুধবার দুপুরে রায় ঘোষণার পর লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মামলার রায়ের জন্য আদালতকে ধন্যবাদ। তবে এই রায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ সন্তুষ্ট নয়। ২১ আগস্টের গ্রেনেড হামলার মূলহোতা তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি সিতাব মিয়া, যুগ্ম-সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৮/আরাফাত