২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাখ্যান করে সৌদি আরবে প্রতিবাদ সভা করেছে বিএনপি। বুধবার রাতে স্থানীয় একটি হোটেলে পশ্চিমাঞ্চল বিএনপি আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন শাহজাহান।
এদিকে, তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বুধবার রাতে রিয়াদের একটি হোটেলে সভা করেছে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি।
পূবাঞ্চল বিএনপির সভাপতি এ্যাডভোকেট ছিদ্দীকুর রহমান ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান কমলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলি জিয়াউল ওয়াদুদ মাসুদ।
বিশেষ অতিথি ছিলেন ওলামা দলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ, শরীফ হোসেন খান, ইসতিয়াক খান, আলহাজ্ব কবির হোসাইন, দেলোয়ার হোসের রিপনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী কমিটির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৮/মাহবুব