শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২০০৪ সালের ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের ফাঁসি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বুধবার আদালতে রায় ঘোষণার পর এক বিবৃতিতে পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রাণে বাঁচলেও দলীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত ও শতাধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন। এই হামলার বিষয়ে জবানবন্দিতে মুফতি হান্নান জবানবন্দিতে জানিয়েছিলেন, 'বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ সমর্থন ও সহযোগিতা নিয়ে তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায়।'
তাই গ্রেনেড হামলার 'মাস্টারমাইন্ড' তারেক রহমানের ফাঁসি হলে এই রায়ের যথার্থতা থাকতো বলে মনে করেন পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিবৃতি প্রদানকালে অন্যদের মধ্যে ছিলেন-পর্তুগাল আওয়ামী লীগের আবুল বাসার বাদশা, আবুল কালাম আজাদ, শাহাদাৎ হোসেন, আব্দুর রাজ্জাক, হাবিবুর রাহমান, মজিবুর মোল্লা, আবুল বাশার, খোরশেদ আলম লিটন, আবু সাঈদ আলো, মাহফুজুর রহমান রাসেল, জিল্লুর রহমান, নজরুল ইসলাম সুমন, জাহিদ কায়সার, তোবারক হোসেন তপু প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম