অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রতিজ্ঞা নিয়ে প্যারিসে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠার ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে ফ্রান্স উদীচী সংসদ ।
সংগঠনের সভাপতি কিরন্ময় মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলালের পরিচালনায় ফ্রান্স উদীচী পরিচালিত ‘বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
'আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো' এই স্লোগান ধারণ করে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উবারভিলিয়ে শহরের প্রথম সহকারী মেয়র আন্তনি দাগে, উবারভিলিয়ে মেরীর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক কার্লোস সামেদু ও ইউনেস্কো সদর দপ্তরের প্রাক্তন নৃতত্ত্ববিদ জিং ওয়াং, চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম, সাংস্কৃতিকর্মী হাসনাত জাহান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সদস্য জুয়েল দাশ রায় লেনিন ও মোহাম্মদ গোলাম মোর্শেদ, ফ্রান্স উদীচীর দপ্তর সম্পাদক শুভাশীষ রায় শুভ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশ ভ্রমণের বর্ণনা করতে গিয়ে বলেন বাংলাদেশের মানুষের অতিথিপরায়ণতায় সাংস্কৃতিক প্রেমে তারা মুগ্ধ। তারা ভিডিও প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ভ্রমণের বর্ণনা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিটি জেলা সংসদের একজনকে সম্মাননা দেয়ার অংশ হিসেবে ফ্রান্স উদীচী গঠনে সংগ্রামী ভূমিকা পালনের জন্য ফ্রান্স উদীচীর সভাপতি কিরন্ময় মণ্ডলকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের ছাত্র-ছাত্রী এবং উদীচী ফ্রান্স সংসদের সব শিল্পীকর্মী সমন্বিতভাবে বাংলাদেশের জাতীয় সংগীত, ফ্রান্সের জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/ফারজানা