নৌকা, ধানের শীষ, মশাল মার্কায় নির্বাচনের জন্যে যুক্তরাষ্ট্র থেকে ডজন দুয়েক প্রবাসী বাংলাদেশে গেছেন।মনোনয়নপত্র ক্রয় করেছিলেন সকলেই। দেন-দরবারেও ছিলেন নিজ নিজ লাইনে। মোটা অংকের অর্থও ব্যয় করেছেন কেউ কেউ। কিন্তু হোটেল ভাড়াসহ সমর্থক নিয়ে শো-ডাউনে ব্যয় হওয়া সমুদয় অর্থই একজন ছাড়া সবারই বিফলে গেল। বছরের পর বছর দলীয় কর্মকাণ্ডে সময় আর অর্থ ব্যয়ের ন্যূনতম ফল তারা পেলেন না বলেই মনে করা হচ্ছে। অথচ প্রায় সকলকেই উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেয়া হয়েছিল। কেউ কেউ এলাকার নেতা-কর্মীদের আগ্রহে ছুটে গেছেন দলীয় মনোনযন পাওয়ার আশায়। কিন্তু কেবলমাত্র ড. এ কে এ মোমেন পেয়েছেন প্রত্যাশিত মনোনয়ন। তাকে সিলেট-১ আসন থেকে নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
নৌকা কিংবা ধানের শীষের মনোনয়ন পেতে যারা বাংলাদেশের গিয়েছিলেন তাদের অনেকেই ইতোমধ্যে নিউইয়র্কে ফিরতে শুরু করেছেন। এদের মধ্যে কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন।
নৌকা নিয়ে সদ্বীপে নির্বাচন করতে আগ্রহী ছিলেন আব্দুল কাদের মিয়া অবশ্য অসন্তুষ্ট নন। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি আব্দুল কাদের মিয়া জানান, আমার পরম শ্রদ্ধেয় নেতা ড. এ কে এ মোমেন মনোনয়ন পেয়েছেন, এতেই আমি খুশি। তাছাড়া, আমার প্রিয়নেত্রী যাকে ভালো মনে করেছেন তাকেই নৌকা দিয়েছেন। আমি তার সিদ্ধান্তে অবিচল আস্থাশীল। যতদিন বাঁচবো নৌকার জন্যেই কাজ করে যাবো। এবারও ড. মোমেনকে জয়ী করতে সাধ্যমত চেষ্টা করবো।
টাঙ্গাইলের একটি আসনে মনোনয়ন নিতে ঢাকায় যান ড. নূরন্নবী। এলাকাবাসীর অনুরোধে তিনি গিয়েছিলেন। তিনিও হতাশ নন বরং খুশি। কারণ, নিউজার্সির প্লেইন্সবরো টাউনশিপে বর্তমান দায়িত্ব পালনের পথ ধরে তিনি অনেক ওপরে যেতে চান-যার ভীষণ প্রয়োজন বাংলাদেশের সামগ্রিক স্বার্থে। প্রবাসে থেকেও দেশের জন্যে কাজ করা যায় মূলধারায় জোরালো সম্পর্ক থাকলে-এ অভিমত পোষণ করেছেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী।
বিএনপির মনোনয়নের আশায় বাংলাদেশে গেছেন আলহাজ্ব সোলায়মান ভূইয়া, মোস্তফা কামাল পাশা বাবুল, পারভেজ সাজ্জাদ, আবুল হাসেম বুলবুল প্রমুখ। তবে তাদের কেউই খুশি নন। কারণ, এ তিনজনই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন বলে জানালেও কেউ নাকি ন্যূনতম মর্যাদা পাননি মনোনয়ন বোর্ডে।
এদিকে নৌকা মার্কায় যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন প্রদানের জন্যে প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু। এক যুক্ত বিবৃতিতে তারা সকল প্রবাসীর প্রতি অনুরোধ রেখেছেন বাংলাদেশের এগিয়ে চলাকে অব্যাহত রাখতে নৌকার পক্ষে গণজোয়ারের বিকল্প নেই।
বিডি-প্রতিদিন/০১ ডিসেম্বর, ২০১৮/মাহবুব