ডিসেম্বর মাস। বাঙালী জাতীর বিজয়ের মাস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় লাভ করে বাংলাদেশ। বিজয় দিবসকে সামনে রেখে বিজয় ফুল অনুষ্ঠান করে দেশে এবং প্রবাসে। ইতালি মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিজয়ফুল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোমের সুন্দরবন রেষ্টুরেন্টে আয়োজিত বিজয়ফুল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার। ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।
এ সময় বক্তব্য রাখেন সর্বইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব দেওয়ান, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি,সাংগঠনিক সম্পাদক নীলুফার নীলা,উম্মে হানিফা ,দপ্তর সম্পাদক বাবলী ইউসুব সহ আরো অনেকে।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন রোম মহানগর আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হাবিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা অনেক কঠিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার