বিজয় দিবস উপলক্ষে ইউরোপের রাজধানী ব্রাসেলসে এক আলোচনা সভার আয়োজন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক দাউদ খান সোহেলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদত হোসেন।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেব বিধান, সহ-সভাপতি ফয়সাল আজাদ তালুকদার, সহসভাপতি নিরঞ্জন রায়, সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক, আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, সাধারণ সম্পাদক আরিফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসেস মির্জা, সংগঠনের সংস্কৃতিক সম্পাদিকা সাহানা আক্তার বিউটি, সদস্যা সাবেরা হাসান, সদস্যা আয়েশা, সদস্য জনাব হাসান এবং বেলজিয়াম প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার