বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বার ফরিদা ইয়াসমিন নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের।
এক বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সাইফুল আলম ও ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব দেশের সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দেশের জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তিসঙ্গত সাহসী ভূমিকা পালন করবে। তারা নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকালের সার্বিক সফলতা কামনা করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ