মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ ও জুড়ি উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজাসহ ২৩ দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কাতার ধানসিঁড়ি বিএনপির সদস্য সচিব শরিফুল হক সাজু। বুধবার দোহার নিউ জামান রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, বিএনপি নেতাকর্মীদের মিথ্যে মামলায় জড়িয়ে গণগ্রেফতার করা হচ্ছে। তাই অবিলম্বে এসব বন্ধ করে দেশে শান্তিপূর্ণ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, লোকমান আহমেদ, আবুল হাসান, আব্দুর রহিম, সাইন উদ্দিন রুহেল, আব্দুল হাফিজ, কলিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম