অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস। গত ১৬ই ডিসেম্বর অস্ট্রেলিয়ার স্বনামধন্য মেলবোর্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মেলবোর্ন শাখা ও সহযোগী সংগঠনসমূহ।
অনুষ্ঠান উপলক্ষে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, বিজয় দিবসের ইতিহাস বর্ণনার পাশাপাশি সম্প্রচারিত হয় কিছু গুরুত্বপূর্ণ তথ্যচিত্র। অনুষ্ঠানের মূল আয়োজন ও প্রচারে ছিলেন মেলবোর্ন ছাত্রলীগের সভাপতি আসিফ আজাদ ও সাধারণ সম্পাদক সৌরভ নন্দী। সার্বিক সহযোগিতায় মেলবোর্ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহিদ ইসলাম, নির্দেশনায় অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মকবুল হোসেন মুন্না ও মেলবোর্ন আওয়ামী লীগের স্থানীয় নেতা মুজাহিদুল ইসলাম শিপলু এবং অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন মেলবোর্ন ছাত্রলীগের সহ-সভাপতি ঈশিতা আখতার।
বিডি প্রতিদিন/হিমেল