নিউইয়র্ক সিটির এস্টেরিয়ায় বসবাসরত বাংলাদেশি মুক্তিযোদ্ধা সারোয়ার মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে নাসাউ কাউন্টির হ্যামস্ট্যাডে মে ফেয়ার কেয়ার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাউড়া গ্রামের আব্দুস সোবহান পাটোয়ারীর সন্তান সারোয়ার মোহাম্মদ। ভারতের আগরতলায় ট্রেনিং নিয়ে সুবেদার কমান্ডার লুৎফুর রহমান এর অধীনে ২নং সেক্টরে মুক্তিযুদ্ধ করেন তিনি। চিরকুমার সারোয়ার যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৭৮ সালে। মুক্তিযুদ্ধে যাওয়ার আগে তিনি গ্রাজুয়েশন করেন রাজধানী ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) থেকে।
মোহাম্মদ সারোয়ার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এস্টোরিয়াসহ বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলে। এরপর তাকে নেয়া হয় হ্যামস্টাডে কেয়ার সেন্টারে।
বিডি প্রতিদিন/ফারজানা