কানাডার টরেন্টোয় বাংলাদেশি আবাসন ব্যবসায়ী চিত্ত দাসের পেশাদারিত্ব এবং সেবার ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন কমিউনিটি থেকে আসা গ্রাহকরা। গত শনিবার চিত্ত দাসের উদ্যোগে আয়োজিত বর্ষ সমাপ্তি অনুষ্ঠানে তারা এই মনোভাব প্রকাশ করেন।
শহরের সেলিব্রেশন ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে চিত্ত দাসের গ্রাহক শুভানুধ্যায়ী ছাড়া্ও বিভিন্ন পেশার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আবৃত্তিকার সুব্রত পুরুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই চিত্ত দাস সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তার স্ত্রী মিনু দাসও এতে বক্তৃতা করেন।
বিভিন্ন কমিউনিটি থেকে আসা চিত্ত দাসের গ্রাহকরা চিত্ত দাসের মাধ্যমে তাদের বাড়ি কেনার অভিজ্ঞতা তুলে ধরে তার পেশাদারিত্ব এবং গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
চিত্ত দাস তার বক্তৃতায় বাড়ি বেচাকেনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তার উপর আস্থা রাখার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কমিউনিটি এবং কমিউনিটির বাইরে আবাসন ব্যবসায় তিনি সবসময়ই পেশাদারিত্বকেই গুরুত্ব দিয়েছেন। চিত্ত দাস বলেন, ব্যবসা নয়, গ্রাহকের স্বার্থই আমার কাছে মূখ্য।
চিত্ত দাস বলেন, আগামী দিনের ব্যবসায়িক কর্মকাণ্ডেও তিনি বরাবরের মতো পেশাদারিত্বকেই সবচেয়ে গুরুত্ব দিতে চান। তিনি কমিউনিটিসহ সবার সহযোগিতা কামনা করেন।
বক্তৃতা শেষে মনোজ্ঞ সাংস্কৃাতক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করে কলকাতার সারেগামার শিল্পী ঐন্দ্রিলা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাহিদ কবির কাকলী, সুভাষ দাস ও চয়ন দাস। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন সজীব চৌধুরী।
বিডি প্রতিদিন/ফারজানা