সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণামূলক নির্বাচনী সমাবেশ করেছে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম। দুবাইয়ের বিএন্ডবি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় বক্তারা চট্টগ্রামের সংসদীয় আসন সমূহে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহবান করেন।
বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম দুবাইয়ের সভাপতি এম এনাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুল হক মঞ্জুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আরব আমিরাতের সদস্য সচিব ও বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন খতিব। প্রধান বক্তা ছিলেন আবুধাবি ফোরামের সভাপতি সরোয়ার আলম ভূট্টো।
সমাবেশের দেশ থেকে টেলিকনফারেন্সে যোগ দেন চট্টগ্রামের হাটহাজারী থেকে বীর মুক্তিযাদ্ধা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, ফটিকড়ি থেকে অবসর প্রাপ্ত কর্নেল আজিম উল্লাহ বাহার, বোয়ালখালী থেকে আবু সুফিয়ান, পঠিয়া থেকে এনামুল হক এনাম, আনোয়ারা-কর্নফুলী থেকে সরোয়ার জামাল নিজাম।
সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন শারজাহ ফোরামের সভাপতি সেলিম উদ্দিন খান, তছলিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আজিম তালুকদার, আব্দুল গফুর খান, ওসমান গনি, মুছা আল মাহমুদ, আশরাফ উদ্দিন রিপন, শওকত হায়াত খান, সোহেল চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, জিয়াউদ্দিন বাবলু, জয়নাল আবেদীন তারেক, দেলোয়ার হোসেন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ইলিয়াছ, কায়ছার, দিদারুল আলম, মোহাম্মদ ওসমান, মাহবুব প্রমুখ।
সমাবেশে রাঙ্গুনিয়া ও আনোয়ারা জাতীয়তাবাদী ফেরামের বিপুল পরিমাণ নেতাকর্মীসহ চট্টগ্রামের প্রত্যেক নির্বাচনী এলাকার প্রবাসী জাতীয়তাবাদী দলের সমর্থকরা যোগ দেন।
বিডি প্রতিদিন/ফারজানা