মহান বিজয় দিবস এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্তুগাল আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত ১০টায় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় স্পাইসি রেস্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়।
জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এবং শওকত ওসমান সভাটি পরিচালনা করেন। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদের দ্বিতীয় খতিব হাফেজ মো. হাসান। এরপরে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং পর্তুগাল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ভুঁইয়া'র বাবার মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব মাহাবুব আলম, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়া, সহ-সভাপতি এম, এ খালেক, আফজল হোসেন, মামুনুর রশিদ মামুন, মিজানুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ খান, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ইমরান হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, ইমদাদ হোসেন বাবু, সোহরাব হোসেন সুমন, জামাল ফকির, মহিবুর রহমান মহিত, মামুনুর রশিদ মামুন, পর্তুগাল ছাত্রলীগের ছাত্রনেতা বাপ্পী তালুকদার ও শাকিল জিয়া।
এসময় আরও উপস্হিত ছিলেন শফিউল আলম, মিজানুর রহমান, আলিম ঊদ্দিন, মোর্শেদ আজিম, বেলাল উদ্দিন, ফুহাদ হাসান, স্বপন আহমেদ, মুনতাসির আহমেদ শুভ, আফতাফ উদ্দিন, মেহেদী হাসান, জাবেদ, মোস্তাক, নবী হোসাইন, ইসমাইল জুয়েল, রাশেদুল আলম, মাঈনুল ইসলাম, মজিবুর, ওহাব, মামুন, জুবাইয়ের, মিরাজ জুনায়েদ হাসান, রিয়াদ হোসেন খোকা, সুরুজ আলম, সাইদুর রহমান, মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল, মনজুরুল বারী, পর্তুগাল ছাত্রলীগ নেতা সোহাগ, মোহাম্মদ ওলি মিয়া প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ ও ইমরান হোসেনের পিতার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার