খালেদা জিয়ার মুক্তি ও অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ওমান বিএনপির সীব শাখার নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
বক্তারা বর্তমান নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষে নির্বাচন কমিশনকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ।
সীব বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এন ওসমানির সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীব বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মাঝে সভায় বক্তব্য রাখেন সীব বিএনপির সহ সভাপতি মো. মামুন, মো. হাসান, মো. তারেক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন লস্কর, সহ সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ, প্রচার সম্পাদক আব্দুল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সুজন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক সফিউল আলম ভোজপুরী, ক্রীয়া বিষয়ক সম্পাদক মো. করিমসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল