ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে মালয়েশিয়ায় পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসবকে ঘিরে রাজধানী কুয়ালালামপুর জুড়ে বিরাজ করছে আনন্দের আবহ। দিনটিকে কেন্দ্র করে নানা রূপে সাজানো হয়েছে শহরের বিশেষ স্থানগুলোকে। প্রতি বছরের মত এবছরও শরের প্রধান প্রধান স্থাপনাগুলো সেজেছে নতুন সাজে।
ক্রিসমাসের রঙে মেতে উঠেছে পুরো রাজধানী। রাস্তার ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছগুলো থেকে শুরু করে দালানকোঠা, সবকিছুই সাজানো হয়েছে চোখ জুড়ানো মন ভরানো নীল-সোনালী আলোয়। আলোক-সজ্জার প্রথম থেকেই এ আলোর উৎসব দেখতে বিপনী বিতানগুলোতে জড়ো হয় উৎসুক লোকজন।
বড়দিনের প্রস্তুতিতে পিছিয়ে নেই এখানকার জনসাধারণ। বড়দিনের ছুটির কারণে কেনাকাটায় ব্যস্ত জনসাধারণ। রকমারি পণ্যের সমাহার সেখানকার দোকানগুলো, সাজানো হয়েছে সান্তা ক্লজ ও বাক্সবন্দী উপহারের মত বড়দিনের বিভিন্ন সূচকের আদলে। ক্রেতাদের জন্য পরিবেশিত হচ্ছে রকমারী খাবার। দোকানগুলোতে দেখা যাচ্ছে সুসজ্জিত ক্রিসমাস ট্রি।
বড়দিনের এ উৎসবে পিছিয়ে নেই মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরাও। নিজের সংস্কৃতি না হলেও মালয়েশিয়ায় বসবাসের সুবাদে উৎসবে মেতেছেন সবাই। কাজের ছুটি, স্কুলের ছুটি সব মিলিয়ে বাংলাদেশিরাও মিশে গেছেন উৎসবের আবহে।
বিডি প্রতিদিন/হিমেল