ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক আয়োজনে দিরাই উপজেলা সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের নবগঠিত কার্যকরী কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে প্যারিসের মেরি দ্যা ওভারবিলায় বিডি কমিউনিটি সেন্টারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্মেলনে পিয়ার মোহাম্মদকে সভাপতি, মুরাদ আহমেদকে সাধারণ সম্পাদক এবং মামুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।
এ ছাড়া ও কমিটিতে সহ-সভাপতি কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পরঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক শিবাজী রায়, কোষাধক্ষ্য সাঈদ আহমদ, প্রচার সম্পাদক জাবেদ চৌধুরী এবং ইকবাল চৌধুরীকে প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়।
বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে শহিদুল ইসলাম চৌধুরী লাভু এবং হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ কে এম জমিরুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মামুন মিয়া, সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন সভাপতি হেনু মিয়া, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি নুরুল আবেদীন, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হুসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জামিল আহমেদ সাহেদের উপস্থাপনায় প্যারিস ও লন্ডন থেকে আগত বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/হিমেল