যুক্তরাষ্ট্রের ডেলগাডো কমিউনিটি কলেজের ২০১৮ সালের হেমন্তকালীন সমাবর্তন উৎসবে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর এবং প্রভোস্ট ড. মোস্তফা সারওয়ার। বাংলাদেশি-আমেরিকানদের মাঝে সর্বপ্রথম এই সম্মানের অধিকারী হলেন ড. সারওয়ার।
লগাডো কমিউনিটি কলেজ লুইজিয়ানা অঙ্গরাজ্য নিউ অরলিয়েন্স শহরে অবস্থিত নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান। ৭টি ক্যাম্পাসে ১৪০০ ফ্যাকাল্টি ও স্টাফ নিয়ে ডেলগাডো লুইজিয়ানার ২য় বৃহত্তম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। ৮১৮ জন ডিগ্রি অর্জনকারীসহ প্রায় ৫ হাজার দর্শকের এই বিশাল সমাবর্তন অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের লেকফ্রন্ট এরিনাতে।
শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ড. সারওয়ার নিউ অরলিয়েন্সের রিজিওনাল ট্র্যাঞ্জিট অথরিটির নবনিযুক্ত কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সে এসোসিয়েট প্রভোস্ট ও ভূপদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। শিক্ষকতা করেছেন আইভি লিগের অন্তর্ভূক্ত ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ায়, অষ্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইন্সব্রুকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে।
প্রসঙ্গত: উল্লেখ্য, ভূপদার্থবিজ্ঞানের সাইসমিক ইনভার্স থিউরিতে ড. সারওয়ারের অবদান সারাবিশ্বের বিজ্ঞানিদের কাছে সমাদৃত। তার ভূপদার্থবিজ্ঞান বিষয়ক পুস্তক জার্মানি থেকে প্রকাশিত হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত হয়েছে তিনটি কবিতার বই।
ড. সারওয়ারের জন্ম পটুয়াখালীতে। তার স্ত্রী ডাঃ সাঈদা সারওয়ারনিউ অরলিয়েন্সে একজন স্বনামধন্য চিকিৎসক। ভিএ হসপিটালে তিনি অ্যানাটমিকাল প্যাথলজির বিভাগীয় প্রধান। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, লুইজিয়ানা চ্যাপ্টার এর সাবেক প্রেসিডেন্ট। তাদের ছেলে আরাশও হার্ভার্ড গ্রাজুয়েট, বর্তমানে এক নামজাদা কর্পোরেশনে কর্মরত। একমাত্র মেয়ে শায়েনা টুলেন বর্তমানে লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলে এমডি প্রোগ্রামে অধ্যয়নরত।
বিডি প্রতিদিন/ফারজানা