ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং বৈচিত্র্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হয়েছে। সকলের অংশগ্রহণে, ‘এসো হে বৈশাখ, এসো হে’-এই গানটির গাওয়ার মধ্য দিয়ে পহেলা বৈশাখের জমকালো অনুষ্ঠানটি সূচনা করা হয়।
দূতাবাসের কর্মকান্ডকে প্রবাসী বাংলাদেশীদের আরও কাছে নিয়ে আসার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতায় প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত তুস্কুলানা পার্কে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তার স্বাগত ভাষণে উপস্থিত সবাইকে বাংলা নতুন বছরের শুভেছা জানান এবং অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশী এবং ইতালিয়ান নাগরিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলা নববর্ষের উৎসব বাঙালী সংস্কৃতির একটি অবিচ্ছেদ অংশ। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালীর প্রাণের উৎসব। ফসল ঘরে তোলার সংস্কৃতিকে কেন্দ্র করে প্রবর্তিত এ উৎসব এখন সার্বজনীন রুপ নিয়েছে। প্রবাসে জন্মগ্রহণকারী নতুন প্রজন্মের কাছে বাঙালী জাতির বিভিন্ন সংস্কৃতি তুলে ধরার জন্য রাষ্ট্রদূত সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে আহবান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিশু-কিশোরসহ বয়স ভিত্তিক বিভিন্ন ধরণের খেলাধূলার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে আমন্ত্রিত অতিথিদেরকে পান্তা-ইলিশ, চিড়া, নিমকি, পিঠাসহ বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশী ছাড়াও বিপুল সংখ্যক ইটালিয়ান নাগরিক পুরো অনুষ্ঠান অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সাথে উপভোগ করেন। পিডির আন্তজার্তিক সম্পাদক উগো পাপি, ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রীস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, সহ-সভাপতি আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টুসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার