কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে মালয়েশিয়াস্থ কক্সবাজার প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার রাত ৯ টায় কুয়ালামাপুর বুকিত বিন্তাং একটি রেষ্টুরেন্টে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি নেছাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আয়াদ উল্লাহর সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা কাজী এহসান উল্লাহ, সভাপতি ইমন সাঈদ, সাধারণ সম্পাদক ইরফান ছাদেকী, সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ আবির সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
এ সময় ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি জনাব লুৎফর রহমান কাজলকে মালয়েশিয়াস্থ কক্সবাজার প্রবাসীদের পক্ষ থেকে মালয়েশিয়া আগমনে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া যুবদলের দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুম, মালয়েশিয়াস্থ কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক মাহবুব খান, বাঁশখালী উপজেলা ছাত্রনেতা নাছির উদ্দীন মাসুদ, ইয়াছিন, মোস্তাফা সাকিব জয়নাল, রাহাত উদ্দিন, কামরুল,কামাল, হারুন, সোহেল দিদার, হাসেম নাজিম, সাদেক, ফয়সাল, মিছবা উদ্দিন, কাশেম, লাবিবসহ প্রবাসীরা।
বিডি প্রতিদিন/হিমেল