ইউরোপের সব শাখায় মুজিবনগর দিবস পালনের আহ্বান জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন ১৭ এপ্রিল।
তারা আরো বলেন, একাত্তরের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। বাংলা ও বাঙালির ইতিহাসে এই দিনটি ঐতিহাসিক।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের জন্য ইউরোপের সকল দেশের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল