ইতালির রোমে লার্গো প্রেনেস্তেনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে প্রবাসী বাঙালীরা। বাংলাদেশ সমিতির তত্বাবধানে ও মহিলা সংস্থার উদ্যোগে রোমের লার্গো প্রেনেস্তে প্রায় সকল সামাজিক রাজনৈতিক এবং আঞ্চলিক সমিতির বিভিন্ন শ্রেনি পেশার মানুষের ঢল নামে।
চমৎকার রৌদ্রউজ্জ্বল আবহাওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল নানা ধরনের শিশু নৃত্য এবং বিশেষ করে আগত প্রায় সকল নারীদের অংশগ্রহণে বালিশ খেলা। চোখে পারার মতো ভিড় ছিলো ইতালীয়ানসহ বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতি। আয়োজক সংগঠন মহিলা সংস্থার সভাপতি শান্তা সিকদার ও সাধারণ সম্পাদক সৈয়দা আরিফা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান, সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারণ সম্পাদক মাহে আলম শ্যামল, বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি আশরাফুল হক, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির উপদেষ্টা মিজানুর রহমান।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ সমিতির সাংস্কৃতিক সম্পাদক শারমিন জাহান সূবর্না ও সহ-সভাপতি আমিনুল ইসলাম। মিডিয়া সহযোগীতায় ইতালি বাংলা প্রেসক্লাব।
এ সময় প্রেসক্লাবের সাংবাদিকধের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, সিনিয়র সদস্য জমির, সদস্য আরিফুল হক।
বিডি প্রতিদিন/হিমেল