বাংলাদেশে চলমান উন্নয়ন-অগ্রগতির সমর্থনে আন্তর্জাতিক জনমত জোরদার করার আহবান জানানো হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ থেকে।
সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জাকারিয়া চৌধুরী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রবাস প্রজন্মে জাগ্রত রাখতে হবে এবং সেই ইতিহাসের পথ বেয়েই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে চলেছে-এ বাস্তবতাও সকলকে অবহিত করতে হবে।’
১৭ এপ্রিল বুধবার রাতে জ্যাকসন হাইটসে তিতাস রেস্টুরেন্টের পার্টি হলের এ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু।
মুজিবনগর দিবসের তাৎপর্য আলোকে আলোচনায় অংশ নেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের মিয়া, হুমায়ূন কবীর এবং সোয়েব এ চৌধুরী, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু, মাহফুজ হায়দার এবং সুমন মাহমুদ।
বক্তারা যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের সাংগঠনিক ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্তদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন