যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ‘টেম্পি সেন্টার ফর দ্যা আর্টস’ মিলনায়তনে ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের মিলনমেলা। যা বঙ্গমেলা নামে পরিচিত।
ফিনিক্সের আয়োজনটি হতে যাচ্ছে বঙ্গমেলার একবিংশতম আয়োজন।
১৯৯৯ সালে মিড আমেরিকা বেঙ্গলী অ্যাসোসিয়েশন (MABA) এর উদ্যোগে কেন্টাকী অঙ্গরাজ্যের লুইভিল শহরে প্রথম বঙ্গমেলা অনুষ্ঠিত হয়। এরপর প্রতি বছর এই মেলা আয়োজিত হয় মধ্য -আমেরিকার বিভিন্ন শহরে। যুক্তরাষ্ট্রের বাংলাভাষীদের তিনটি বৃহৎ সম্মেলনের অন্যতম হিসেবে বঙ্গমেলা ইতিমধ্যে স্থান করে নিয়েছে। এবারই প্রথম বঙ্গমেলা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম উপকূলের কোন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক সংগঠন হিসেবে দায়িত্ব নিয়েছে দুই বাংলার সংস্কৃতিকর্মীদের নিয়ে গঠিত সংগঠন “মৈত্রী”।
গত শনিবার অ্যারিজোনার চ্যান্ডলার পুলিশ স্টেশনের কমিউনিটি সেন্টারে মৈত্রীর সভাপতি মাহাবুব রেজা রহিমের সভাপতিত্বে ৩৫ সদস্য বিশিষ্ট ২১তম বঙ্গমেলার আয়োজক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। মৈত্রীর সাধারণ সম্পাদক সঙ্ঘমিত্রা দাসগুপ্ত এবং যুগ্ম সম্পাদক শেখ শামস ভাস্কর সভাটি পরিচালনা করেন।
মৈত্রীর অন্যান্য সদস্যরা হলেন, রুবেন ঘোষাল, স্বাগত ঘোষ, খসরু লস্কর, সেলিনা খানম, শ্রুতি দাস, নাজিনা শাবিন, লুবনা তাবাসসুম, মধুরিমা ঘোষ, অভিষেক চক্রবর্তী, বৈশাখী রাহা, চাঁদ সুলতানা, তানমি কবীর, তৌহিদ রহমান, অরুনাভ দাসগুপ্ত, তারিক ইসলাম, অনিরুদ্ধ বাশার, মানস মৈত্র, বিশ্বরূপ চট্টরাজ, নরেশ সাহা, নূর জামিল সরওয়ার, রঞ্জিতা সাহা, আফরোজ ইসলাম, আরিফ মাহমুদ,অনিকেত মজুমদার, শামীম দেওয়ান, স্যাম বিশ্বাস, কাকলি বসু, ইসমত জাহান আখতার, অভিজিত রায়, জাহিদুল মোরশালিন ও শেরিন সুলতানা।
বঙ্গমেলায় বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য শিল্পী বাপ্পা মজুমদার, ইমন চক্রবর্তী, ফাহমিদা নবী ও শ্রেয়া গুহঠাকুরতা সঙ্গীত পরিবেশন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে অ্যারিজোনা এবং অন্যান্য অঙ্গরাজ্য থেকে আগত পঞ্চাশেরও অধিক নৃত্যশিল্পী।
থাকবে নাটক, ফ্যাশন শো-সহ আরও অনেক কিছু। প্রকাশিত হবে স্মরণিকা।
আরও চমকের জন্য সামনের দিনগুলিতে অপেক্ষা করতে হবে বলে এনআরবি নিউজের এ সংবাদদাতাকে জানান হোস্ট কমিটির সভাপতি মাহবুব রেজা রহিম।
বঙ্গমেলা উপলক্ষে অ্যারিজোনার দুই বাংলার কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেপ্টেম্বর ৭ ও ৮ তারিখের জন্য।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন