মা দিবস উপলক্ষে ১২ মে নিউইয়র্কসহ সমগ্র আমেরিকায় প্রবাসীদের মধ্যে ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হয়। প্রবাসে বেড়ে উঠা সন্তানেরা তাদের মা-কে নিয়ে নানা আয়োজনে মেতে ছিলেন। অনেকেই ফুল, কার্ডসহ বিভিন্ন উপহারসামগ্রী ক্রয় করেন প্রিয় মায়ের জন্য। কেউ কেউ আবার মাকে নিয়ে ইফতার করেন বাইরে।
নিউইয়র্কে দিনভর বৃষ্টি সত্ত্বেও মা দিবসের আমেজে কোন ভাটা পরিলক্ষিত হয়নি। পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিলের সাথেই ছিল মা দিবসের আয়োজন।
আমেরিকায় পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ইফতার মাহফিলের পরই একইস্থানে কেক কাটেন সমবেত মায়েরা। সাথে ছিলো সন্তানেরাও।
এই কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন। সাথে ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের স্ত্রী নিলুফা শিরিন, মিসেস তপন, মিসেস ব্যানার্জি, মিসেস জাহেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা