সংগঠনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে মালয়েশিয়ায় তাফসির ও ইফতার মাহফিল করেছে নোয়াখালী কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন। রবিবার বিকালে রাজধানী কুয়ালালামপুর জালান ইম্বি রসনা বিলাস রেস্টুরেন্ট এ ইফতারি মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ড মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এ সময় তাফসীর পেশ করেন মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যায়নরত পিএইচডি গবেষক শায়েখ মিজানুর রহমান আজহারী সাহেব।
সিনিয়র সহ- সভাপতি আবু সাঈদের সঞ্চালনায় হাফেজ নাসিম আরাফাতের পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সহ-সভাপতি শাহে জামান, ইফতেখার আহমদ, আলা উদ্দিন, আনোয়ার বাদশা, আরিফ হোসেন, আব্দুল আউয়াল। এতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মো. কাওসার হামিদ ।
বিডি প্রতিদিন/ফারজানা