২৪ জুন, ২০১৯ ১০:০৯

লস অ্যাঞ্জেলেসে রোহিঙ্গা ইস্যুতে কর্মশালা

এনআরবি নিউজ, লস অ্যাঞ্জেলেস থেকে :

লস অ্যাঞ্জেলেসে রোহিঙ্গা ইস্যুতে কর্মশালা

লস অ্যাঞ্জেলেস কন্স্যুলেটে রোহিঙ্গা সম্পর্কিত ওয়ার্কশপে কথা বলছেন নুর এলাহি মিনা। ডানে ওয়ার্কশপে আসা সুধীজন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস সিটিতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ইস্যুতে নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কনস্যুলেট মিলনায়তনে এই কর্মশালা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) মো. নুর এলাহি মিনা। তিনি ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশ স্থায়ী মিশনের নানাবিধ কার্যক্রম, অবদান ও রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তৃতা করেন। 

মিনা উল্লেখ করেন, রোহিঙ্গারা যাতে সসম্মানে নিজ বসতভিটায় ফিরতে উৎসাহিত হন, সে ধরনের পরিবেশ তৈরি করতে মিয়ানমার প্রশাসনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে প্রবাসীদের ভূমিকা অপরিহার্য হয়ে পড়েছে। নিজ নিজ এলাকার সিনেটর, কংগ্রেসম্যানদের সাথে এ নিয়ে দেন-দরবার করতে পারেন প্রবাসীরা। তাহলেই কংগ্রেসে মিয়ানমারের বিরুদ্ধে অবরোধসহ কঠোর পদক্ষেপ গ্রহণের বিল পাশ হবে।

এ সময় লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা, ডেপুটি কনসাল ওয়ালিউর রহমান প্লাবনও বক্তৃতা করেন। পরে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের উপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’ প্রদর্শিত হয়। 

বিডি-প্রতিদিন/২৪ জুন, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর