থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হল নবম সামাজিক ব্যবসা সম্মেলন। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা শাহনাজ গাজী।
দুই দিনব্যাপী এই সম্মেলন শনিবার শেষ হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার শাহনাজ গাজী উপস্থিত হয়ে সামাজিক ব্যবসার রূপকার নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
শাহনাজ গাজী প্রফেসর ইউনূসকে জানান, বাংলাদেশের রাষ্ট্রদূত অসুস্থ থাকায় তিনি সম্মেলনে এসেছেন।
তবে বাংলাদেশি কর্মকর্তার সম্মেলনে আসার বিষয়ে প্রফেসর ইউনূস কোনও মন্তব্য করতে রাজি হননি।
সম্মেলনে ৫৯টি দেশের দেড় হাজার প্রতিনিধি অংশ নেন। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিকও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম