ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল মালয়েশিয়াস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী।
শনিবার বিকাল ৫টায় রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইস্তানার গ্র্যান্ড বলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি দাতো আক্তার হোসেনের সভাপতিত্বে মাছুম ও জিসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
মো. সাইফুল ইসলামের পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী ওবায়দুল হক, সহ সভাপতি সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা মো. মনিরুজ্জামান মনির, এস. এম. নিপু, সংগঠনের সদস্য আয়েশা বিনতে দাতো আক্তার, সাজানা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীর প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপস্থিত সকলের জন্য ছিল র্যাফেল ড্র ।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সমিতির পক্ষ থেকে। অনুষ্ঠানে সরকারী সফরে মালয়েশিয়া থাকা বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কারে ভূষিত হওয়া বৃহত্তর নোয়াখালীর চার শিক্ষককে সংবর্ধিত করা হয়।
সন্ধ্যা থেকে রাতভর চলা অনুষ্ঠানে আগত অতিথিরা এমন আয়োজন দেখে আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রশংসা করেন। বছরের বিশেষ কিছু দিনে আনন্দমুখর এমন আয়োজনে প্রবাসীদের জন্য প্রবাসের মাটিতে নিয়মিত হওয়া দরকার বলে জানান অনেকে।
এসময় বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া কোষাধ্যক্ষ বাহার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ইকবাল হোসেন, সহ সভাপতি মোস্তাফিজোর রহমান ঝন্টু, মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা আবু ইউসুফ সেলিম, সহ সাধারণ সম্পাদক সজল আক্তার, সহ কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সহ প্রচার সম্পাদক ফিরোজ খান, সহ সমাজ সেবক সম্পাদক মো. ইব্রাহিম,সহ দপ্তর সম্পাদক গোলাম কবির তৌহিদ, হানিফ খানসহ মালয়েশিয়াস্থ অন্যান্য জেলা সমিতির নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিকসহ প্রায় তিন শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল