নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ভিয়েনা সফর উপলক্ষে ফুলেল সংবর্ধনা দিয়েছে অস্ট্রিয়া নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন। রবিবার রাজধানী ভিয়েনার মাসু মাসু রেস্টুরেন্টে এই ফুলেল সংবর্ধনা দেয় অস্ট্রিয়া নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ অস্ট্রিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান বকুল, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমেদ ফিরোজ, সহ-সভাপতি মাহবুব খান, সহ-সাধারণ সম্পাদক মোমেন এবং বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, রনিসহ প্রবাসী বাংলাদেশিগণ।
মেয়র আইভী বলেন, ভিয়েনাস্থ নারায়ণগঞ্জবাসীর ভালোবাসায় আজ আমি সিক্ত। আমি সবাইকে বিশেষ করে আহমেদ ফিরোজ এবং ফাজলুর রহমান বকুল ভাইকে ধন্যবাদ জানাই। এছাড়া তিনি নারায়ণগঞ্জের উন্নয়নে ভিয়েনাস্থ প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান।
অস্ট্রিয়া নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন সভাপতি ফজলুর রহমান বকুল বলেন, মেয়র আইভীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহমেদ ফিরোজ বলেন, আইভী আমাদের নারায়ণগঞ্জের গর্ব। তাকে পেয়ে আজ আমরা ধন্য।
বিডি প্রতিদিন/এনায়েত করিম