বাংলাদেশ সমিতি সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে ঈদ পুনর্মিলনী ও স্কুল-কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুন সেনফোড সিভিক সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মাানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনফোড সিটির মেয়র জেফ ট্রিমপ্লেড। তিনি এ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ধন্যবাদ জানিয়ে এক বক্তব্যে বলেন, বাংলাদেশিরা আমাদের (আমেরিকা) অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছেন।
নাজিম উল্লাহ লিটনের পরিচালনায় বাংলাদেশ সমিতির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য সচিব জাহেদ আলম। প্রথমে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় । পরে সন্ধ্যা সাতটা থেকে রাত ১২ পর্যন্ত চলে ঈদ পুনর্মিলনীসহ নানা আয়োজন। মূল অনুষ্ঠান শুরুর পর স্থানীয় শিল্পীরা জনপ্রিয় সংগীত পরিবেশন করেন, শিশু শিল্পীরা নাচ পরিবেশন করেন। রাত সাড়ে নয়টায় মেয়র জেফ ট্রিমপ্লেড ও আমন্ত্রিত অতিথিরা ২০১৯ সালের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিভিন্নভাবে সহযোগিতা করেন ইসহাক আলী, হেলাল আহমদ, নুরুল ইসলাম, সামস আহমেদ শোভন, জাহেদ আলম, মুরাদ হোসেন, স্বপন অধিকারী, মিজান মোস্তফা সবুজ, আব্দুল জলিল, আনোয়ার হোসেন সেন্টু, নাজিম উল্লাহ লিটন, জাহাঙ্গীর সরদার, মো. শফি, সোহেলী পারভীন, জুলী আহমদ, নাজিয়া নুজহাত নিশি, আজিুজুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক