ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে ফ্রান্সের লুব লো মিনিলের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।
ছাত্রদল নেতা শিব্বির আহমদ ও শোয়েব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি ইলিয়াস কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, ফ্রান্স বিএনপি নেতা ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জিএম আজম, আবু বকর সিদ্দিকী বাবু, ছাত্রদল নেতা মুহিব আহমদ, এনাম আহমদ চৌধুরী, কবির আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, সমাজ সেবা সম্পাদক জায়েদ আহমদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা সোহেল আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সংগঠনিক সম্পাদক কফিল আহমদ, ছাত্রদল নেতা আজাদ আহমদ, আলী আকবর জুয়েল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মুমিতুজ্জ্বামান সুজন, ছাত্রদল নেতা আহমেদ জুয়েল, লায়েক আহমদ তালুকদার, মুমিত আহমদ, আমজাদ আহমদ, রুবেল আহমদ, ফাহিম আহমদ, সিলেট জেলা ছাত্রদের সদস্য আতিকুল হক আখতার, সিলেট মহানগর ছাত্রদল সিনিয়র সদস্য মাশরুল চৌধুরী তুহিন, ছাত্রদল নেতা ফাহাদুজ্জ্বামান ফরহাদ, রুবেল আহমদ, শফিউল আলম সজল, জুয়েল আহমদ, শাহেদ আহমদ প্রমুখ।
জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমদ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মুমিতুজ্জ্বামান সুজন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন