অভিবাসীদের বৈধকরণসহ সকল সুবিধা আদায়ের দাবিতে শনিবার আন্দোলনে কেঁপে উঠেছে গ্রিস। অমোনিয়া স্কয়ারে ছাত্র ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন রিফিউজি সংগঠনের উদ্যোগে এ আন্দোলন করা হয়। স্থানীয় সময় দুপুর দুইটা থেকে আন্দোলন শুরু হয়ে দেশটির সংসদ ভবন সিনটাগমা পর্যন্ত গিয়ে থেমেছে।
জানা যায়, অভিবাসী ও শরণার্থীদের উচ্ছেদ, বাসস্থান ব্যবস্থা, গ্রিক সরকারের সাম্প্রতিক প্রশ্নবিদ্ধ আইন, এস্যাইলাম আইন শিথিলকরণ, সীমান্ত সমাধান এবং বৈধতার এই আন্দোলনে স্থানীয় গ্রিক জনগণ এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের ঢ্ল নেমেছিল।
আন্দোলনে বিভিন্ন দেশের অভিবাসীদের দেখা গেলেও এক পর্যায়ে বাংলাদেশি অভিবাসীদের বন্যা বয়ে গেছে। হাজারো বাংলাদেশিকে গণমিছিল করতে দেখা যায়।
গ্রিসের ইতিহাসের এরকম আন্দোলন খুব বেশি দেখা না গেলেও সাম্প্রতিক গ্রিক সরকারের শরণার্থী ও অভিবাসীদের বিপক্ষে প্রশ্নবিদ্ধ আইনকরণ, এস্যাইলাম কঠোরতা, সীমান্ত বন্ধ এবং শরণার্থী শিবির থেকে উচ্ছেদকরণের ফলে প্রতিনিয়ত আন্দোলন হচ্ছে এবং আগামীতে বেশ কয়েকটি আন্দোলনের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার