বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন ভার্চুয়াল আলোচনা সভা করেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
‘সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামী লীগের ৭১ বছর’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। সভার সমন্বয় করেন হোস্ট সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, আবুল হোসেন এবং আব্দুল মতিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাব আলী খান লিটন এবং খায়রোল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রাজ চৌধুরি, এটিএম মাসুদ প্রমুখ। কার্যকরী পরিষদের অধিকাংশ সদস্য এই আলোচনায় অংশগ্রহণ করে এই প্রবাসেও আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করার অঙ্গিকার করেন।
বিডি প্রতিদিন/ফারজানা