সিঙ্গাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিঙ্গাপুর আওয়ামী লীগ স্থানীয় সময় রাত ৯টায় অনলাইনের মাধ্যমে আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহাদাত রাসেল চৌধুরী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী রহমত জয়।
অনলাইন আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর এবং তার পরিবার, জাতীয় চার নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সকল নেতৃবৃন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের শেষে করোনায় আক্রান্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের জন্য দোয়া করা হয়। অনলাইন আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়েজ খান, সহ সভাপতি মীর মাহবুবুল আলম, সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি জি এম ফরহাদ, সহ সভাপতি খলিল খলিপা,সহ সভাপতি সেলিম খান, সহ সভাপতি জুয়েল খান কিবরিয়া, সহ সভাপতি ইন্জিনিয়ার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন মোস্তাফিজুর রহমান সোহেল, আমিনুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক ঈমান ব্যাপারি, বাহার আলী, শেখ নাঈম, উপ দপ্তর সম্পাদক আবুল খায়ের সোহেল, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল