আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাতার আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রুপ কলের মাধ্যমে কাতার আওয়ামী লীগ, বিভিন্ন শাখার কমিটি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সাংগঠনিক সম্পাদক মোল্লা মো. রাজ রাজিবের পরিচালনায় নির্ধারিত সময়ে কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদের।
সভায় উপদেষ্টা জসিম উদ্দিন আহমেদ দুলাল তার বক্তব্যে বলেন, বৈশ্বিক মহারারি করোনা পরিস্থিতিতে কর্মীদের নিজ নিজ বাসায় অবস্থান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। সেই সাথে দলের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন তিনি।
অন্যদিকে, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান খন্দকার বলেন, দলের ধারাবাহিক অংশ হিসেবে কাতারে কর্মহীন ৫০০ প্রবাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এসময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কাতার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম বলেন, আজকে করোনার জন্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে পালন করতে হয়েছে।ইচ্ছে থাকা সত্ত্বেও বড় করে করার সুযোগ নেই।তাই প্রবাসী নেতাকর্মীদের সাবধানে চলাচল করার অনুরোধ জানান তিনি।
পরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ ও সিলেটের সাবেক মেয়র অ্যাডভোকেট বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী গুরুত্ব তাৎপর্য তুলে ধরেন সহ সভাপতি এনামুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ আহাদ, শাহ আলম খন্দকার, সাইদুল ইসলাম, মিঠু বেপারী, দেলোয়ার প্রধান, সেলিমসহ অনেকেই।
কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল কাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে মূল্যবান সময় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কাতারে লীগের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দলের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তাই দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। সেই সাথে করোনা মহামারিতে সবাইকে আরো ধৈর্য্য ধরার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরাফাত