মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের জন্যে বরাদ্দকৃত ২.৫ বিলিয়ন ডলার ব্যয়ের কোন এখতিয়ার নেই ট্রাম্প প্রশাসনের। ২৬ জুন এমন একটি রুলিং দিয়েছে ‘নবম ইউএস সার্কিট কোর্ট অব আপিল।’
বহুল আলোচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সেই দেয়াল নির্মাণে সুনির্দিষ্টভাবে কোন অর্থের অনুমোদন দেয়নি মার্কিন কংগ্রেস। এ অবস্থায় বেপরোয়া ট্রাম্প প্রতিরক্ষা খাতের জন্যে কংগ্রেসের অনুমোদিত আড়াই বিলিয়ন ডলারকে ‘বিশেষ জরুরি প্রয়োজন’ দেখিয়ে ডাইভার্ট করেছেন।
আপিল কোর্টের ২-১ ভোটে প্রদত্ত এই রুলিংয়ে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে যে, কংগ্রেস অনুমোদিত অর্থ অন্য খাতে ব্যয়ের এখতিয়ার ট্রাম্প প্রশাসনের নেই। যা করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থি।
বিডি প্রতিদিন/ফারজানা