যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেট্রয়েট সিটির লাসকি মাঠে ‘বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন অব মিশিগান’ আয়োজিত ‘বিডি কমিউনিটি কাপ-২০২০’এ এবার চ্যাম্পিয়ন হলো ডেট্রয়েট সুপারস্টারস। রবিবার অনুষ্ঠিত এ খেলায় রানারআপ হয়েছে গ্লোবাল ইনোভেটিভ গ্রুপ।
মিশিগানের সাংবাদিক আশিক রহমান জানান, ফাইনালে ডেট্রয়েট সুপারস্টারস ৩ উইকেটে জি আই জি -কে পরাজিত করে শিরোপা লাভ করে। বিশেষভাবে উল্লেখ্য যে, ডেট্রয়েট সুপারস্টারস-এর স্বত্বাধিকারী ইফতেখার আহমেদ ‘বি ডি কমিউনিটি কাপ’র চার আসরেরই শিরোপা জেতার অভাবনীয় সাফল্য অর্জন করলেন।
খেলায় ডেট্রয়েট সুপারস্টারস-এর ওয়াহিদুর রহমান ব্যাট হাতে অপরাজিত ৭৩ রান করে দলের বিজয়ে অবদান রাখার পাশাপাশি ম্যাচের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী বিবেচিত হন। জিআইজির খেলোয়াড় তামিম অনি ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ এবং রয়েল বেঙ্গল দলের খেলোয়াড় জুবেল আহমেদ সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হওয়ার গৌরব অর্জন করেন।
এই টুর্নামেন্টে অংশ নেয় ইফতেখার আহমেদ চৌধুরীর ডেট্রয়েট সুপারস্টারস, নাঈম চৌধুরীর ওয়ালী এন্টারপ্রাইজ, জগলুল হুদার গ্লোবাল ইনোভেটিভ গ্রুপ, হাসান খানের রয়েল বেঙ্গল এবং রম্মান আহমেদ স্বাগত’র সিলেট স্ট্রাইকার্স।
অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন মোশাররফ চেীধুরী লিটু, সাইফুল আমিন এবং সায়েদ হুদা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, বিডি কমিউনিটি কাপের এটি ছিল চতুর্থ আয়োজন।
বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, মিশিগানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তায়েফুর রহমান। ভাইস প্রেসিডেন্ট হাসান খান, সেক্রেটারী সাইদ আহমেদ, জীবান চৌধুরী ট্রেজারার, রুম্মান আহমেদ স্বাগত পাবলিক রিলেশন এবং ইনজামাম চেীধুরী কোড অব কন্ডাক্ট এর দায়িত্ব পালন করছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন