যুক্তরাষ্ট্রে এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র (AADA) বোর্ড অব ডাইরেক্টরস সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। ৭৯-৮৯, ১৬৯, স্ট্রিট হিলসাইড, জ্যামাইকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ডাইরেক্টরস সদস্য ওসমান গনি।
১১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ডাইরেক্টরসরা হলেন, শাহাব উদ্দিন বাচ্চু, এসএম ইকবাল, কিউ জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডজুটেন্ট (অব.) ইসমাইল খান আনসারী, গিয়াস উদ্দিন চৌধুরী ঝিনু, ডা. আবদুল লতিফ, ওসমান গণি, ইঞ্জিনিয়ার এম আনোয়ার তুহিন, আকরামুজ্জামান, মজিবুদ্দিন জেন্টু, ফরহাদ হোসেন রোজেন।
বোর্ড অব ডাইরেক্টরস সদস্যদের সভায় এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী নির্বাচিত করা হয়। ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি যার প্রেসিডেন্ট নির্বাচিত হন এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র বোর্ড অব ডাইরেক্টরস শাহাব উদ্দিন বাচ্চু। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন আবদুন নুর মো. বড় ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মো. এম আনোয়ার তুহিন, মোহম্মদ আলী।
জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন এসএম ইকবাল। বীর মুক্তিযোদ্ধা অ্যাডজুটেন্ট (অব.) ইসমাইল খান আনসারী চিফ কো-অরডিনেটর নির্বাচিত করা হয়েছে। কো-অরডিনেটর নির্বাচিত হয়েছেন মো. আকরামুজ্জামান, দারাব ইউ জুলহাজ।
এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স’র বোর্ড অব ডাইরেক্টরস শাহাব উদ্দিন বাচ্চু জানান, এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে এই এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স। গণতন্ত্র প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি রোধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করাই এ এলায়েন্সের মূল লক্ষ্য।
ইতোমধ্যেই এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক এলায়েন্স নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের কমিউনিটিতে বেশ আলোচিত হচ্ছে। আগামীতে এশীয় দেশগুলোর আর্থ-সামাজিক, রাজনৈতিক উন্নয়নে এ এলায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আবু জাফর