বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও ১৫ আগস্টে নিহতদের জন্য দোয়া করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, দপ্তর সম্পাদক শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি মো. সোহাগসহ ছুটিতে বাংলাদেশে অবস্থান করা কয়েকজন নেতাকর্মী।
এ সময় বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত সাজাপ্রাপ্ত পালাতক আসামিদের বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাদের মৃত্যুদণ্ড কার্যকর এবং বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার দাবি জানান নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন