২৩ জুন, ২০২১ ০৪:২২

সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র নতুন কার্যকরী পরিষদ গঠিত

নাইম আব্দুল্লাহ, অস্ট্রেলিয়া

সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র নতুন কার্যকরী পরিষদ গঠিত

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’র নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ২০ জুন (রবিবার) দুপুরে সিডনির ইঙ্গেলবার্নস্থ দাওয়াত রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে নির্বাচনের মাধ্যমে এ কার্যকরী পরিষদ গঠিত হয়। 

কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা করা হয়।

কাউন্সিলের সাধারণ সম্পাদকের রিপোর্ট ও অন্তর্বর্তীকালীন কোষাধ্যক্ষ বেলাল হোসেন ঢালী বিগত বছরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এরপর কাউন্সিলের সদস্য এবং নির্বাচন পর্যবেক্ষক অতিথিগণ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা ও মতামত পেশ করেন। সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ও নতুন পাবলিক অফিসার অনুমোদনের পর বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার অনুরোধ জানান।

দুপুরের খাবারের বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন ও পর্যবেক্ষক অতিথিগণ মঞ্চে আসন গ্রহণ করেন। জরুরি কাজে নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ দ্বিতীয় পর্ব শুরুর আগে চলে যাওয়ায় নির্বাচন কমিশন ড. তারিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলালের কাছে রিটার্নিং অফিসার নাইম আবদুল্লাহ নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের জন্য জমাকৃত মনোনয়নপত্র হস্তান্তর করেন। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন ড. রতন লাল কুন্ডু।

নির্বাচন কমিটি যাচাই বাছাই শেষে আগামী দুই বছরের জন্য মোহাম্মাদ আব্দুল মতিনকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মেদ আসলাম মোল্লা (সিনিয়র সহ-সভাপতি), মোহাম্মাদ রেজাউল হক (সহ-সভাপতি), ফয়সাল আহমেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক), দিলারা জাহান (কোষাধ্যক্ষ), হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক)। কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যরা হলেন, ড. রতন লালকুন্ডু, আকিদুল ইসলাম ও নাইম আবদুল্লাহ। এই সময় কাউন্সিলের সদস্য ও অতিথিগণ করতালির মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাগত জানান।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সিরাজুল হক, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটো, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, অস্ট্রেলিয়ার সর্বদলীয় সামাজিক সংগঠন বিডি হাবের সাধারণ সম্পাদক আব্দুল খান রতন, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সাবেক সভাপতি ওকেএম ফজলুল হক শফিক ও একই সংগঠনের সাবেক সভাপতি মোবারক হোসেন।

নব নির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য সদস্য তাদের সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলের সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলোতে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর