জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। হাই কমিশনার মোহাম্মদ ইমরান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময়ে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্তোলনের পর দূতাবাস প্রাঙ্গণে হাই কমিশনারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাই কমিশনার, দূতাবাসে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, নয়াদিল্লিস্থ কার্যালয় ও দিল্লিতে কর্মরত বাংলাদেশ বিমানের কর্মকর্তারা।
হাই কমিশনার মোহাম্মদ ইমরান তার বক্তব্যে বলেন, জাতি হিসেবে আমাদের পরম সৌভাগ্য বঙ্গবন্ধুর মতো একজন বিশ্বনেতা পেয়েছিলাম। পৃথিবীর অনেক দেশ আছে যারা বঙ্গবন্ধুর মতো কোনো নেতা পাননি, সেইদিক থেকে বাঙালি জাতি ভাগ্যবান। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ, নতুন প্রজন্মকে সেই আদর্শে উদ্বুদ্ধ করতে পারলেই দেশ এগিয়ে যাবে। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাসের উপ হাই কমিশনার মো. নুরল ইসলাম রাষ্ট্রপতির বাণী ও মিনিস্টার (ইকনমিক) মোহাম্মদ রাশেদুল আমীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন। এছাড়াও জন্মদিন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
পরে দূতাবাসের ‘বঙ্গবন্ধু হল’ মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিকেলের দ্বিতীয় পর্বে ‘বঙ্গবন্ধু হল’ মিলনায়তনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই