শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গতকাল বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু-কিশোররা বঙ্গবন্ধুর ওপর বক্তৃতা, কবিতা আবৃত্তিসহ সংস্কৃতি অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিশুরা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর মানবিকতা এবং শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা নিয়ে আলোকপাত করে।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনের ওপর আলোচনা করেন হাইকমিশনার সুফিউর রহমান ও প্রবাসী বাংলাদেশি রেজাউল করিম হিটলু। হাইকমিশনার বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সবসময় বেঁচে থাকবে।
তিনি উল্লেখ করেন, বাংলাভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের জনগণের স্বার্থের বিষয়ে বঙ্গবন্ধু কখনও আপোষ করেননি। বঙ্গবন্ধু সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবি আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর জীবন থেকে শিশুদের অনুপ্রেরণা নিয়ে ভালো-দরদী মানুষ হিসেবে বেড়ে ওঠার ওপর জোর দেন সুফিউর রহমান ।
অনুষ্ঠানে হাইকমিশনার সুফিউর রহমান ও তাঁর সহধর্মিনী এবং প্রবাসী বাংলাদেশিরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শিশু-কিশোরদের নিয়ে কেক কাটাসহ তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এর আগে, সকালে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনার জাতীয় পতাকা উত্তোলন করেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত এবং নিজ নিজ ধর্ম মতে মৌন প্রার্থনা করা হয়।
এসময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা আয়োজিত এসব অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গ এবং শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক