জাতির পিতার জন্ম শতবার্ষিকী থেকেই সিডনি মহাসমারোহে বিভিন্ন উদযাপন করে আসছে। এবছর অস্ট্রেলিয়া যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া, আওয়ামী লীগ অস্ট্রেলিয়া একসাথে সিডনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেছে।
স্থানীয় একটি রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের বর্ষীয়ান নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা অংশ নেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা গামা আব্দুল কাদির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল আলম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি আব্দুল জলিল, অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেসক্লাবের সভাপতি মো রহমতুল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নির্মল্য তালুকদার, মুনীর হোসেন, ভাষা শহীদ আবুল বরকতের দৌহিত্র কবি আইভী রহমান, টাঙ্গাইল জেলা আওয়মী লীগ নেতা খন্দকার তারিক হাসাল লিপু, অস্ট্রেলিয়া যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক অপু সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এলিজা আজাদ রহমান টুম্পা, আলী আশরাফ হিমেল।
এসময় সাংবাদিক আবু তারিক, খ্রিস্টান এসোসিয়েশন নেতা পল মধুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া যুবলীগের প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাহীন ও সনাতন ধর্ম থেকে প্রার্থণা করেন নির্মল্য তালুকদার।
বিডি প্রতিদিন/নাজমুল