বাংলাদেশের মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে কাতারে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সন্মানে সংবর্ধনা আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস কাতার।
গত ২৮ মার্চ রাজধানী দোহা ডিপ্লোমেটিক ক্লাবে অনুষ্ঠানের শুরুতে কাতার এবং বাংলাদেশের জাতীয় সংগীতের সাথে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন এনডিসির সভাপতিত্বে ও দূতালয় প্রধান কাউন্সিলর মাহবুবর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলি বিন সিমাক আলমীরা।
বিশেষ অতিথি ছিলেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর অব প্রোটকল ইব্রাহিম ইউসুফ আবদুল্লাহ ফখরু, কূটনৈতিক কোর এর ডিন আলী ইব্রাহিম আহেমদ, বাংলাদেশ কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে কেক কাটায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন