সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি অস্ট্রেলিয়া শাখর নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে ৩০ মে লাকেম্বাস্থ গ্রামীন রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি অস্ট্রেলিয়া শাখার সদস্য সচিব মোহাম্মদ হায়দার আলীর সঞ্চালনায় শোক সভায় সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক ড. হুমায়ের চৌধুরী রানা।
সভায় স্মৃতিচারণমূলক আলোচনা করেন বিএনপি নেতা জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি সোহেল মাহমুদ ইকবাল, বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উল্লাহ ও সরওয়ার কমল প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশরাফুল আলম রনী, রকিবুজ্জামান, আব্দুল হাকিম, মোবারক মিয়া, মোঃ ফরিদ মিয়া, সাদ ছামাদ, ফয়জুর চৌধুরী, মনজুরুল হক আলমগীর, সৈয়দা মাসুদা কাদরী মিতা, নজরুল ইসলাম নাফিজ, কে এম মঞ্জুরুল হক আলমগীর, ফয়জুর চৌধুরী, হাজী মোহাম্মদ ইউসুফ আলী, ইয়াছিন আরাফাত অপু, তাফতুন নাঈম নিতু, জসিমউদ্দিন, মফিকুল ইসলাম, শাহিনুর রহমান, মীর হোসেন, মাহমুদা বেগম, আবুল কাশেম, সাইফুল ইসলাম, পল গোমেজ, আবু বকর সিদ্দিক, মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন