সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সাংগঠনিক সভায় বিস্তারিত আলোচনা শেষে নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক হিসেবে পুননির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি।
৩০ মে সোমবার বিদায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় এবিপিসির সভাপতি নির্বাচিত হওয়ায় রাশেদ আহমেদকে এবং জেবিবিএর সভাপতি নির্বাচিত হওয়ায় ফোরামের ভাইস প্রেসিডেন্ট হারুন ভূইয়াকে অভিনন্দন জানানো হয়।
এ সময় আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, শিগগিরই নয়া কমিটির অবশিষ্ট পদসমূহ পূরণ করা হবে সংশ্লিষ্ট সকলের পরামর্শক্রমে। নয়া কমিটির পরিচিতি উপলক্ষে রিভার ক্রুজ অথবা বনভোজনের আয়োজন করা হবে জুলাই মাসে। বিগত বছরসমূহে ফোরামের বিভিন্ন কাজ নিয়েও মতামত ব্যক্ত করা হয়। একই ধারায় এই প্রবাসের আরো যারা রয়েছেন তাদেরকে ফোরামের সকল কর্মকান্ডে সম্পৃক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নানাবিধ কারণে যারা বাংলাদেশে গিয়ে সম্মানী ভাতার যাবতীয় প্রক্রিয়া অবলম্বনে সক্ষম হননি তাদেরকে দূতাবাসের মাধ্যমে তা সম্পন্ন করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সম্প্রতি নিউইয়র্কে গণমাধ্যমকে জানিয়েছেন যে, প্রবাসের বীর মুক্তিযোদ্ধারা যাবতীয় প্রক্রিয়া দূতাবাসের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। এমনকি যারা এখনও তালিকাভুক্ত হতে পারেননি, তারাও আবেদন করতে পারবেন।
এ সভায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু এবং হারুন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, হাজী জাফরউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমির আলী, শামীম আকতার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল