সিডনির মিন্টুস্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের অফিস রুমে স্থানীয় সময় আজ ৪ অগাস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় সিডনির ক্যাম্বেলটাউন বাসী সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট ইনক কে বিশ হাজার অস্ট্রেলিয়ান ডলারের একটি ব্যাংক চেক প্রদান করে।
সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট ইনক এর চেয়ারম্যান শরিফ মোহাম্মদ এই চেক গ্রহণ করেন। এই তহবিল সিলেট ও নেত্রকোনা জেলার প্রত্যন্ত অঞ্চলের বানভাসি মানুষের পুনর্বাসনের জন্য ঘর বাড়ি সংস্কার, সেলাই মেশিন ও রিকশা প্রদনের কাজে ব্যবহার করা হবে।
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও মোহাম্মদ ইব্রাহিম খলিল (মাসুদ) সমগ্র ক্যাম্বেলটাউন বাসী, সংবাদ মাধ্যম ও অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারকে এই তহবিল সংগ্রহে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উল্লেখ্য, বন্যায় দেশের বানভাসী মানুষের সাহায্যার্থে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সিডনির ক্যাম্বেলটাউন বাসী। এই উপলক্ষে গত ১৭ জুলাই অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে তহবিল সংগ্রহের জন্য সকালের নাস্তার আয়োজন করা হয়।
এর আগে গত ২৬ জুন সন্ধ্যায় ক্যাম্বেলটাউনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও মোহাম্মদ ইব্রাহিম খলিল (মাসুদ) এর আহ্বানে এক মতবিনিময় সভায় সাম্প্রতিক বন্যায় দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ঐক্যমত পোষণ করে প্রতিটি অঞ্চলের অধিবাসীদের নিয়ে সাব কমিটি গঠন করে। ঐ সভায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সম্মতিক্রমে তাদের চ্যারিটি ব্যাংক একাউন্টে তহবিল সংগ্রহ করা হবে বলেও সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি লিফলেট বিতরণ, জুমার নামাজের পর স্থানীয় মসজিদ ও অন্যান্য কমিউনিটি ও সামাজিক মাধ্যমে বানভাসীদের জন্য তহবিল সংগ্রহ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন