‘শোকের মাস আগস্ট’ উপলক্ষে ৫ অগাস্ট শুক্রবার সন্ধ্যায় ফিলাডেলফিয়ার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ৭১’র যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের এক মতবিনিময় সভার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্টের ঘাতকেরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশকে জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করার ছক নিয়ে যুক্তরাষ্ট্রে ঐ হায়েনার দল নানা অপতৎপরতা চালাচ্ছে। ওদেরকে শক্তহাতে প্রতিহত করতে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে সজাগ থাকতে হবে।
এ সভায় সংগঠনের অন্যতম উপদেষ্টা স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা কাদেরি কিবরিয়া বলেন, জাতিরপিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। উন্নয়নের মহাসড়কে উঠা বাংলাদেশকে সমৃদ্ধি দিতে প্রবাসীরাও সরব রয়েছেন।
ফোরামের নতুন কমিটিতে পেনসিলভেনিয়া স্টেটের সদস্য-কর্মকর্তা এবং উপদেষ্টাগণের সাথে নানা ইস্যুতে মতবিনিময়কালে ফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মোহাম্মদ আইয়ুব আলী এবং আবুল হাসান মিলন, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট নাহিদ রেজা জন সিকদার, ফিলাডেলফিয়া ট্রাই স্টেট আওয়ামী লীগের সভাপতি খায়ের মোহাম্মদ মিয়া এবং সেক্রেটারি তোজাম্মেল হক, কাজী মনসুর খৈয়াম এবং প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী জলি দাস প্রমুখ।
মতবিনিময়কালে সকলে প্রবাস প্রজন্মে বাংলাদেশের সঠিক ইতিহাস যথাযথভাবে উপস্থাপনের জন্যে সেক্টর কমান্ডারের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন।
আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের নেতৃত্বে সকলে মোনাজাতে মিলিত হয়ে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন