বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ। দূতাবাসের কল্যাণ সহকারী আল মামুন পাঠানের সঞ্চালনায় আয়োজিত আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ। এসময় দূতাবাসের সকল কর্মকর্তা এবং মালদ্বীপ শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি তরুণ ও যুব সমাজকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জীবনী অনুসরণ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে সুন্দর জীবন গঠনের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দূতাবাসের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম।
শেখ কামাল ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আল আমিন। কেক কাটা ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/ফারজানা